Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংসদে চা শ্রমিকদের পক্ষে কথা বলায় এমপি মাহবুব আলীকে অভিনন্দন

মাধবপুর প্রতিনিধি ॥ দশম জাতীয় সংসদদের চলতি অধিবেশনে দেশের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে জোরালো বক্তব্য তুলে ধরায় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীকে অভিনন্দন জানিয়েছেন চা শ্রমিকরা। এক অভিনন্দন বার্তায় তারা সংসদ সদস্য মাহবুব আলীর দীর্ঘায়ূও কামনা করেন।
উল্লেখ্য যে, দশম জাতীয় সংসদে ১০ মার্চ এডভোকেট মাহবুব আলী চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি, পিছিয়ে পড়া চা শ্রমিকদের রেশনিং ব্যবস্থার আওতায় আনা, জীবন মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহন, চা শ্রমিকদের কোটাভুক্ত করে সরকারী ও বেসরকারী চাকরীতে সুযোগ সৃষ্টি করে দেয়া, চা শ্রমিক সন্তানদের পড়ালেখার সমান সুযোগ সৃষ্টি সহ তাদের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে জোরালো বক্তব্য তুলে ধরেন। এ বক্তব্য চা শ্রমিক নেতৃবৃন্দ ও জনগোষ্ঠী টেলিভিশনের মাধ্যমে দেখতে পেয়ে সংসদ সদস্য মাহবুব আলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অভিনন্দন জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন। বক্তব্য দাতাদের মধ্যে হবিগঞ্জ জেলা চা জনগোষ্ঠীর উন্নয়ন পরিষদ মুখপাত্র এস.সি মজুমদার, সহ-সভাপতি স্বপন সাওতাঁল, নোয়াপাড়া ইউনিটের সভাপতি পরিমল নায়েক, বৈকুণ্ঠপুর ইউনিট সভাপতি নিমাই বাগদী, জগদীশপুর ইউনিট সভাপতি দেবেন্দ্র ভৌমিক, সুরমা চা বাগান ইউনিট সভাপতি কানাই লাল কৈরী, তেলিয়াপাড়া ইউনিট সভাপতি সরজিত চাষী, আমু চা বাগান ইউনিট সভাপতি মনি শংকর কর্মকার প্রমুখ। বিবৃতি দাতা এস.সি মজুমদার জানান, মাহবুব আলী এমপি নির্বাচিত হওয়ার পরপরই মাধবপুরের ৫টি চা বাগানের রাস্তার উন্নয়নে অর্থ বরাদ্দ করেছেন। আমরা তাঁর এই উন্নয়নমূলক কাজের জন্য চিরকৃতজ্ঞ।