Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রশাসনের হস্তক্ষেপে নবীগঞ্জে বাল্যবিয়ে বন্ধ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার লিমা স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সহযোগিতায় গতকাল শুক্রবার ধার্য্য তারিখে বিয়েটি বন্ধ করে দেন। বাল্যবিয়ের শিকার হওয়া কিশোরী হলেন-কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের ফরিদ মিয়ার মেয়ে রুমি আক্তার। তিনি রাজরানী সুভাষিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বেতকান্দি গ্রামের জনৈক যুবকের সাথে তার বিয়ে ঠিক করা হয়। গতকাল শুক্রবার ছিল বিয়ের দিন।
এদিকে বাল্যবিয়ের এ বিষয়টি নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানান কুলসুমা নামে জনৈক মহিলা। বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার লিমা স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে সাথে নিয়ে গতকাল দুপুরের দিকে কনের বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। এ সময় কিশোরীর পরিবার প্রতিশ্র“তি দিয়েছে যে, ১৮ বছরের আগে তাকে বিয়ে দিবেনা।