Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে এএসপি পারভেজের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বাল্যবিয়ের কবল থেকে এক কিশোরীকে রক্ষা করলেন এএসপি পারভেজ আলম চৌধুরী। গতকাল শুক্রবার তাঁর হস্তক্ষেপে বিয়েটি বন্ধ করা হয়। বাল্যবিয়ের শিকার কিশোরী হলেন-অলুয়া গ্রামের আব্দুর রউফের মেয়ে ফাতেমা আক্তার (১৩)। যার সাথে বিয়ে ঠিক করা হয়েছিল তিনি হলেন, একই উপজেলার ইজ্জতপুর গ্রামের ফয়জুল্লার ছেলে সাবাজ মিয়া (২২)।
স্থানীয়রা জানান, উভয়ের পরিবারের আলোচনা ও সম্মতিতে বিয়ে দিন তারিখ নির্ধারণ করা হয়। গতকাল শুক্রবার ছিল বিয়ের ধার্য্য তারিখ। বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়। খাবার-দাবারও তৈরী। কনে ও বরের বাড়িতে চলছে উৎসব। গতকাল কনের বাড়িতে সাজসাজ রব। কিছুক্ষণের মধ্যেই বর আসবে। বর-কনের আক্দ হবে, খাবার-দাবার হবে এমন প্রস্ততি চলছিল।
এরই মধ্যে এএসপি পারভেজ আলম চৌধুরীর কাছে বাল্যবিয়ের খবর পৌছে। দুপুর ১টার দিকে তিনি বিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে বিয়েটি বন্ধ করে দেন। মূহুর্তে বিয়ে বাড়িরে সব আনন্দ উৎসব ম্লান হয়ে যায়।