Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভাষা সৈনিক সৈয়দ আফরোজ বখ্ত আইন পেশায় ৫০ বছর ॥ এমপি কেয়া চৌধুরী’র অভিনন্দন

প্রেস বিজ্ঞপি ॥ ১৯৩৫ সালে জন্ম নেওয়া অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখ্ত সুশিক্ষা গ্রহণ করে নিজেকে দেশসেবায় আত্মনিয়োগ করেন। ভূমিকা পালন করেন ভাষা আন্দোলনে। মহান মুক্তিযুদ্ধেও তার বিরাট অবদান রয়েছে। তাই তিনি একজন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সাদামনের এ মানুষটি মূলত ঢাকায় আইন পেশায় যুক্ত হন ১৯৬৬ সালে। ১৯৬৭ সালে হবিগঞ্জে এসে এ পেশায় কাজ শুরু করেন। তারপর থেকে অতিসুনামের সাথে স্থায়ীভাবে হবিগঞ্জে এ পেশা কাজ করে যাচ্ছেন। এ হিসাবে ২০১৮ সালে আইন পেশায় তাঁর ৫০ বছর পূর্ণ হলো। এ তথ্যখানা জেনে ১৬ মার্চ শুক্রবার সকালে এমপি কেয়া চৌধুরী নিজের হাতে কেক ও ফুল ক্রয় করেন। হঠাৎ করে জেলা শহরের ইনাতাবাদ এলাকাস্থ ভাষা সৈনিক সৈয়দ আফরোজ বখ্ত’র বাসায় উপস্থিত হন এমপি কেয়া চৌধুরী। এ সময় বাসাই ছিলেন তিনি। সাথে সাথে ভাষা সৈনিক সৈয়দ আফরোজ বখ্তকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বাসার সবাইকে সাথে নিয়ে কেক কেটে আইন পেশার ৫০ বছর পূর্তি পালন করেছেন এমপি কেয়া চৌধুরী। তিনি এ ভাষা সৈনিকের সাথে শুভেচ্ছা বিনিময়কালে যেন পিতৃস্নেœহের ভালবাসায় সিক্ত হন।
এ প্রসঙ্গে এমপি কেয়া চৌধুরী বলেন, শৈশব থেকে পিতৃতুল্য মাদামনের এ বরণ্য ব্যক্তিকে দেখে আসছি। যারমধ্যে কোনদিন দেখেনি লোভ লালসা। তিনি আইন পেশায় থেকে তৃণমূল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যার বর্ণাঢ্য এ জীবন সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, অত্যন্ত ভাল লেগেছে সাদামনের এ মানুষটিকে বাসায় এসে শুভেচ্ছা জানাতে পেরে।
অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখ্ত বলেন, কেয়া আমার মেয়েরমত। হঠাৎ করে সে বাসায় এসে আমাকে ফুলের ভালবাসায় সিক্ত করেছে। জীবনের শুরু থেকে কালোটাকা রোজগারের চিন্তা করি নাই। তৃণমূল মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। জীবনের বাকী সময়টুকু এভাবেই অতিবাহিত করতে চাই।