Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ট্রাক্টরসহ বিপুল পরিমাণ বালুর স্তুপ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সুতাং ও খোয়াই নদীর বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। দিন ও রাতে অবাধে চলছে বালু উত্তোলন।
গত বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার আহম্মদাবাদ, শানখলা, পাকুড়িয়া ও পাইকপাড়াসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত একটি বালু বোঝাই ট্রাক্টরসহ বিপুল পরিমাণ বালুর ন্তুুপ জব্দ করেন। এ সময় বালু পাচারকারীরা পালিয়ে যায়। নির্বাহী অফিসার জানান, অভিযান নিয়মিত চলবে। প্রসঙ্গত প্রতিমাসেই আইন শৃংখলা সভায় অবৈধ বালু উত্তোলন নিয়ে ইউনিয়ন চেয়ারম্যানরা অভিযোগ করেন। এলাকাবাসীর অভিযোগ, খোয়াই ও সুতাং নদীর কয়েকটি অংশে ভুয়া লিজ দেখিয়ে নতুন বালু উত্তোলন করার কারণে সরকার প্রতি বছর ৩ থেকে ৫ কাটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় লোকজন জানান, স্থানীয়দের বাধার মুখেও তৎকালীন ইউএনও সিরাজাম মুনিরা অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেন। কিন্তু তিনি বদলী হয়ে চলে গেলে বালু উত্তোলনকারীরা আবারো প্রকাশ্যে বালু উত্তোলন শুরু করে। প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক্টর দিয়ে বালু বহন করার ফলে রাস্তাঘাট ধুলায় ধূসরিত হয়ে যাচ্ছে। ফলে পথচারী ও শিক্ষার্থীদের চলাফেরায় নাভিশ্বাস উঠেছে। প্রতিদিন ৩০ থেকে ৪০ ট্রাক বালু যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ও অলিপুরসহ বিভিন্ন অঞ্চলে। অথচ এ বালুমহাল থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না।