Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে রাস্তার উপর মালামাল রেখে প্রতিবন্ধকতা ॥ ভ্রাম্যমান আদালতের অভিযান ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসব প্রতিষ্ঠানের মালামাল রাস্তার উপর রেখে জনসাধারণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান নবীগঞ্জ শহরে অভিযান পরিচালনা করেন। অভিযানে শহরের ওসমানী রোডের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাস্তার উপর রাখা অবস্থায় দেখতে পান। মালামাল রাস্তার উপর রাখার উপর রাখার কারণে জনসাধারণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ অভিযোগে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলোর মধ্যে-বশির মিয়ার রাহাত মেশিনারিজকে সাড়ে ৩হাজার, শরীফ আহমেদের নজির মেশিনারিজকে ৪হাজার, ফজলে রাব্বী সিকদারের লিপি মেশিনারিজকে ২হাজার, জুয়েল দাশের মেসার্স জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ২হাজার এবং আকবর আলীর মালিকানাধীন অমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ১ হাজার টাকাসহ মোট সাড়ে ১২ হাজার টাকা।