Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভোক্তা অধিকার দিবস পালিত পুরস্কৃত হয়েছেন ৫৬ জন

স্টাফ রিপোর্টার ॥ ভোক্তা অধিকার আইনে অভিযোগ করে আর্থিক পুরস্কৃত হয়েছেন ৫৬ জন ভোক্তা। এই ৫৬জন ভোক্তাকে গত তিন বছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে ৪৬ হাজার টাকা দেয়া হয়েছে। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অভিযোগ করে জরিমানার ২৫ শতাংশ হিসেবে গত তিন বছরে এ আর্থিক পুরস্কার লাভ করেন তারা। একইসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে ১৬ লাখ ৪৬ হাজার টাকা। ওই আইনে মোট ১৩০টি অভিযান চালিয়ে ৪১৪টি প্রতিষ্ঠান থেকে মোট ১৪ লাখ ৫৭ হাজার ২২৫ টাকা জরিমানা এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অন্যান্য প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ আদায়কৃত অর্থ থেকে মোট ৪৬ হাজার ১২৫ টাকা অভিযোগকারীদের দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফজলুল জাহিদ পাবেল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন।
এতে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, চেম্বারের প্রতিনিধি মো. দেওয়ান মিয়া, ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট এর সাধারণ সম্পাদক প্রবাল কুমার মোদক, কবি নজরুল একাডেমীর সভাপতি তাহমিনা বেগম গিনি, হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোবাশ্বির আহমদ, ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক টাস্কফোর্সের সদস্য অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ।
সেমিনারে জানানো হয়, ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার আইন ২০০৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন হাট বাজারে ১৩০টি গণশুনানী ও সেমিনার আয়োজন করেছে অধিদফতর। অধিদফতরের অভিযান চলাকালীন এবং গণশুনানী ও সেমিনারে উপস্থিত জনগণের মাঝে প্রায় ১০ হাজার লিফলেট, পাম্পলেট ও পোস্টার বিতরণ করা হয়।