Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণীর ছাত্রী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে ১৭ বছর বয়সী এক কিশোরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উক্ত বিয়ে বন্ধ করে দেয়া হয়। জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামের আলফু মিয়ার ১৭ বছর বয়সী মেয়ে স্থানীয় বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রীর সাথে মৌলভীবাজার এলাকার জনৈক এক বরের বিয়ের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ বিয়ে সম্পন্ন হবার কথা ছিলো। ধুমধামে চলছিল বিয়ের প্রস্তুতি। এরই মধ্যে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান। তিনি তাৎক্ষনিকভাবে ওই ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশীদের সাথে যোগাযোগ করে বাল্য বিয়েটি বন্ধের ব্যবস্থা করে। ওই কিশোরীর জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ ৩১/১২/২০০০ ইং। সে অনুযায়ী তার বয়স প্রায় ১৭ বছর ১মাস। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা সরেজমিনে গিয়ে ওই স্কুল ছাত্রীর পরিবারের লোকজনের সাথে কথা বলে বিয়ে ভন্ডুলের বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা বলেন, ‘নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের আলফু মিয়ার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাৎক্ষনিকভাবে ওই বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।’