Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে আন্তঃ চা বাগান কিশোরী ফুটবলে বেগমখান চ্যাম্পিয়ন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট আন্তঃ চা-বাগান কিশোরী ফুটবল টুর্নামেন্টে বেগমখান চা বাগান চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বেগমখানে চা বাগানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেগমখান চা বাগান আমু চা বাগানকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার নির্ধারিত ও অতিরিক্ত সময়ে উভয় দল ১-১ গোলে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে ৯টি করে শট নেন উভয়ে দলের খেয়োয়াররা। এতে ৫-৪ গোলে হারে আমু চা বাগান। খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। ইউনিসেফ এর সহযোগিতায় এ্ফআইভিডিবি’র পিসিএসসি প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কিশোরী টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ এর কমিউনিকেশন অফিসার সাইদুল হক মিলকী, এফআইভিডিবি’র পিসিএসসি প্রকল্প ব্যবস্থাপক এম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, ইউপি সদস্য শিরিন আক্তার, বিধান সমাজপতি, রানা প্রশাদ ঘোষ, ও ইউপি সদস্য নৃপেন পাল ও লক্ষিচরন বাকতি। এতে বক্তব্য রাখেন এফআইভিডিবির মিটু রঞ্জন দাশ, মোঃ ইউসুফ আলী, আজিজুর রহমান, আঃ করিম, আবু বকর সিদ্দিক, সোহেল রানা, সুিজিত কুমার, আকবর হোসেন প্রমুখ। উক্ত টুর্নামেন্টে ১২টি চা বাগান অংশ নেয়। গত কয়েকদিন ধরে এ নারী ফুটবলকে কেন্দ্র করে বেগমখান চা বাগানে উৎসবের আমেজ ছিল।