Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে মসজিদের লাউ নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ ৮ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে পূর্ব বিরোধ এবং মসজিদের লাউ নিলামকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৮জনকে আটক করে। পরে আটক ৮জনকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। গতকাল বুধবার দুপুরের দিকে মুরাদপুর ইউনিয়নের শান্তিপুর ও মর্দনপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গ্রামবাসীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শান্তিপুর গ্রামবাসীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কবির মিয়া এবং মর্দনপুরের পক্ষে জালাল মিয়া। গতকাল দুপুরের দিকে মসজিদের একটি লাউ নিলাম দেয়াকে কেন্দ্র করে জালাল মিয়া ও কবির মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্রসহ ৮দাঙ্গাবাজকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মুঃ আসাদুজ্জামান। সেখানেই ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি আটক ৮জনের প্রত্যেককে ২হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে দণ্ডিতরা টাকা পরিশোধ করে ছাড়া পায়। যে ৮জনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে তারা হলেন-শান্তিপুর গ্রামের মিলন মিয়া (৫০), এরশাদ মিয়া (২৮), আব্দুল আউয়াল (৪৪) এবং মর্দনপুর গ্রামের খলিল মিয়া (৩৮), ইরফান হোসেন (৩৫), আদনান মিয়া (২৭) ও মাকনিয়া গ্রামের রঙ্গিলা মিয়া (২৯), মনছুর আহমেদ (৪৩)।