Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহিলা কর্মীকে ওমানে নিয়ে নির্যাতন পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় রিক্সাা চালকের স্ত্রীকে বড় অংকের টাকার লোভ দেখিয়ে ওমান নিয়ে তার সাথে দৈহিক মেলা মেশা করার পর মহিলা আত্মহত্যার ভয় দেখালে অবশেষে তাকে দেশে ফিরিয়ে দিয়েছে মানব পাচারকারীরা। সে দেশে এসে হবিগঞ্জ মানব পাচার ট্রাইব্র“নাল আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতিতা তাকমিনা বেগম।
মামলার সুত্রে প্রকাশ, ওই উপজেলার কুর্শি ইউনিয়নের বারিকান্দি (হালিতলা) গ্রামের রিক্সা চালক আবুল মিয়ার স্ত্রী তাকমিনা বেগমকে প্রলোভনে ফেলে ওমান নেয়ার চুক্তি করে ওই গ্রামের মাতাব উল্লার পুত্র মুতি মিয়া, মোহাম্মদ আলীর পুত্র আষ্টব আলী। কথা মতো ১ লাখ ২০ হাজার টাকার মাধ্যেমে ওমান নেয়ার চুক্তি হয়। শর্ত মোতাবেক তাকমিনা ৬০ হাজার টাকা দেশে থাকতেই দিয়ে দেয়। চুক্তি হয় অবশিষ্ট ৬০ হাজার টাকা ওমান পৌছে রুজি করে পরিশোধ করবে। গত বছরের শেষের দিকে তাকে ওমান নেয়া হয়। কিন্তু ওই দেশে যাবার পর মানব পাচারকারী বারিকান্দি (হালিতলা) গ্রামের মাতাব উল্লার পুত্র মুতি মিয়া, মোহাম্মদ আলীর পুত্র আষ্টব মিয়া মিলে তারা তাকমিনাকে দৈহিক মেলা মেলামেশার প্রস্তাব দেয়। এতে সে অপারগতা প্রকাশ করলে তার প্রতি অত্যাচারের মাত্রা আরো বাড়াতে থাকে। দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস অত্যাচার নির্যাতনে পর গত ৪ মার্চ ওমানের মাসকর্ট এনে বিমানে তোলে দেয় মানব পাচারকারীরা। দেশে এসে সে গত ৮ মার্চ বৃহস্পতিবার হবিগঞ্জ মানব পাচার ট্রাইব্র“নালে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে এফ আই আর করতে নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।