Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ক্লাসে বান্ধবীর সাথে কথা বলায় শিক্ষকের পিটুনিতে ছাত্রী অচেতন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তামিমা বেগম (১৩) কে পিঠিয়ে আহত করলেন ওই স্কুলেরই সহকারী শিক্ষক কাজল চন্দ্র দাশ। এ সময় তামিমা ক্লাশেই অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত ইনাতগঞ্জে চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করা হয়। প্রায় ঘন্টা দুয়েক পর তার জ্ঞান ফিরে আসে। এ বিষয়টি নিশ্চিত করেন বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেয়ার আলী ছুটিতে ছিলেন। মোবাইল ফোনে দুপুরে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষক কাজল চন্দ্র দাশের বিদ্যালয় সংক্রান্ত বিষয়াদী নিয়ে বাকবিতন্ডা হয়। প্রধান শিক্ষক পেয়ার আলী জানান, কথা বলার সময় শিক্ষক কাজল চন্দ্র দাশ উত্তেজিত ছিলেন। এ সময় ৮ম শ্রেণির ছাত্রী তামিমা ক্লাসে বান্ধবীর সাথে কথা বলছিলেন। প্রধান শিক্ষকের সাথে কথা বলা শেষে শিক্ষক কাজল ক্লাসে প্রবেশ করে কথা বলার অপরাধে তামিমাকে বেত্রঘাত করেন। বেত্রাগাতের এক পর্যায়ে তামিমা জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তাকে উদ্ধার করে ইনাতগঞ্জ চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিক মিয়া বলেন, কোন কারণ ছাড়াই শিক্ষক কাজল চন্দ্র দাশ ছাত্রীটিকে যেভাবে পিঠালেন এটা মধ্যযুগীয় বর্বরতার সামিল। এমন ঘটনার তিনি তীব্র নিন্দ্র জানান।