Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে সিলেট বিভাগীয় কমিশনার ॥ সোনার বাংলা গড়তে সোনার মানুষ হতে হবে

লাখাই প্রতিনিধি ॥ সিলেট বিভাগীয় কমিশনার ডঃ মোছাম্মৎ নাজমানারা বলেছেন, একটি দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে সোনার মানুষে পরিণত হতে হবে। শিক্ষা দীক্ষায় উন্নত হয়ে এবং সঠিক সময়ে সঠিক কাজ করে যেমন স্বাবলম্বী হওয়া যায় দেশকে সোনার বাংলা হিসাবে রূপান্তরিত করা যায়। কৃষি আমাদের প্রাণ। কৃষক বাচলে আমরা বাচব। তাই কৃষিকে বাচাতে হবে। কৃষি ধংস করে আমরা শিল্প চাই না। কৃষি কাজকে সর্বদা গুরুত্ব দিতে হবে। তথ্য প্রযুক্তির যুগে সেবা পেতে মানুষের আর সমস্যা হচ্ছে না। সঠিক সময়েই মানুষ সেবা পাচ্ছে। এ ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য আহবান জানান। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জের লাখাই উপজেলা পরিদর্শন উপলক্ষে উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। লাখাই উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, মোশেদ কামাল চৌধুরী, অধ্যক্ষ দীন ইসলাম, চেয়ারম্যান আব্দুল হাই কামাল, শেখ মুক্তার হুসেন বেনু, এনামুল হক মামুন, রফিকুল ইসলাম মলাই, আবুল কাশেম মোল্লা ফয়সল, আবু সাইদ মোঃ জুনাইদ, শাহ রেজা উদ্দিন, শহিদুল ইসলাম, সফিকুল ইসলাম জজ মিয়া।