Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মেয়র জিকে গউছকে মন্ত্রণালয়ের শোকজ

স্টাফ রিপোর্টার ॥ ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের কারণে হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে শোকজ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর উপ-সচিব মোঃ আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এক পত্রে গত ৪ মার্চ তাকে শোকজ করা হয়। এতে বলা হয়, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও সরকারের নির্দেশনা বিরোধী কার্যকলাপের কারণে কেন জিকে গউছের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না পত্র প্রাপিতÍ ৭কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।
চিঠিতে বলা হয়, এলজিইডি কর্তৃক বাস্তবায়িত অথবা বাস্তবায়নাধীন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মিত অবকাঠামো মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, এলজিইডির প্রধান প্রকৌশলী ও গন্যমান্য ব্যক্তিকে দিয়ে উদ্বোধন করা এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার জন্য এলজিইডির প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে গত ৪ মে পত্রের মাধ্যমে নির্দেশনা জারী করা হয়। এই নির্দেশনা অমান্য করে পৌর এলাকার বিভিন্ন জায়গায় নিজের নামে নামফলক স্থাপন করার কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩২ এর উপধারা ১ (ঘ) এ বর্ণিত অসদাচরণ বা ক্ষমতা অপব্যবহারের অপরাধে কেন মেয়র জিকে গউছের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এ ব্যাপারে ৭ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।