Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে উন্মুক্ত উন্নয়ন সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে উন্মুক্ত উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তাহিরপুর সিনিয়র মাদ্রাসা পয়েন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ পারছু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুসা। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত। ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, ইউপি সদস্য মোঃ আকাব মিয়া, সংরক্ষিত সদস্য নীলিমা আক্তার, কৃষকলীগের সাধারন সম্পাদক নজরুল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ নুর উদ্দিন প্রমুখ। আয়োজিত সভায় ইউনিয়ন পরিষদ কর্তৃক এলজিএসপির আওতায় ইটসলিং, কালভার্ট, গভীর নলকূপ স্থাপন, সেলাই মেশিন বিতরণ, প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ এবং বিভিন্ন প্রকারের ভাতা প্রদান, ভিজিডি, ভিজিএফ, কৃষকদের সার ও নগদ টাকা বিতরণ ছাড়াও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। এছাড়াও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে উপস্থিত জনগণের মতামত গ্রহণ এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান আলী আহমেদ মুসা। আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।