Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়াসহ খোয়াই নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মাছুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামীম আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হাজী আম্বর আলী, আনছব আলী মেম্বার, এডভোকেট সামছুলহক, মেম্বার কোরবান আলী লিটন, শাহ আলম, হাজী আউয়ুব আলী, মোঃ ফরিদ মিয়া, মুফতি কাজী ফজলুল হক, তেরা মিয়া, জনাব আলী, ফারুক মিয়া, ফরিদ আহমেদ, হায়দর মিয়া, আব্দুল আওয়াল, আশ্বব আলী, রফিক আলী, মাসুদুর রহমান মাসুদ, ছিদ্দিক মিয়া, জজ মিয়া, এমরান আহমেদ, হাফিজ মিয়া, সালাম মিয়া, আক্তার মিয়া, সোহেল মিয়া, ইমন আলী, জাকির মিয়া প্রমুখ। বক্তারা বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর উভয় তীর ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে তীরবর্তী গ্রামগুলো হুমকির মুখে পড়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা। ৭দিনের মধ্যে বালু উত্তোলন বন্ধ না করলে পরবর্তী এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে সভায় হুশিয়ারি উচ্ছারণ করেন বক্তারা।