Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লায়ন্স ক্লাবের স্কুল ড্রেস, ব্লাড গ্র“পিং চক্ষু চিকিৎসা, বৃক্ষরোপন, পরিস্কার খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি-১ এর লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ও লায়ন্স ক্লাব অব ঢাকা রিজেন্সীর যৌথ আয়োজনে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পাঠানটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে স্কুল ড্রেস, ব্লাড গ্র“পিং, চক্ষু চিকিৎসা, বৃক্ষ রুপন, পরিস্কারক, খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার সকাল ১১ ঘটিকায় লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম আলী আজগর এর সভাপতিত্বে এবং উক্ত প্রোগ্রামের আহবায়ক লায়ন মীর এ কে এক জামীলুন্নবী ফয়সল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন শফিকুল আযম ভুইয়া সোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা রিজেন্সীর প্রেসিডেন্ট লায়ন মোঃ আকরামুজ্জামান, রিজিউন চেয়ারপারসন লায়ন আবুল কাশেম বাবু, ট্রেজারার লায়ন জয়া জাহান চৌধুরী, আইডিইবির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক লায়ন কামরুজ্জান নয়ন, এডঃ এ কে এম নুরুন্নবী উজ্জল, পাঠানটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস পারভীন, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের পাস্ট প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম বজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, লায়ন মোঃ লিটন মিয়া, সেক্রেটারী লায়ন মোঃ জালাল উদ্দিন, ডিরেক্টর লায়ন মোঃ হিরাজ মিয়া, লায়ন গাজী মোঃ মিজবাহ উদ্দিন, চার্টার মেম্বার লায়ন মোঃ আব্দুর রহমান, মেম্বার লায়ন ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল উদ্দিন খান, লায়ন মোঃ মামুনুর রশিদ, লায়ন এড. মুল্লা আবু নাঈম মোহাম্মদ শিবলী খায়ের, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাস ও লায়ন এ কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর ইউনিয়ন পরিষদ মেম্বার দরবেশ আলী ও রাজিয়া আক্তার, নিজগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ নূরুল হক, লাকড়ীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ওয়াদুদ চৌধুরী, প্রভাষক দিদার এলাহী সাজু, প্রভাষক শামছুদ্দিন, প্রভাষক আঃ হাই, প্রভাষক সাদিকুর রহমান, ফরিদ উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম ফারুক, মীর গোলাম রাব্বানী, এম এ লতিফ, জিতু মিয়া, কদর আলী, আমির খান চান, নজরুল ইসলাম শামীম প্রমুখ।