Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিক্ষকদের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে-সৈয়দ মোঃ শাহজাহান

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-মান সম্মত শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ণ সম্ভব নয়। মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে সকল মহলের কার্যকরি ভূমিকা পালন করতে হবে। ছাত্র-শিক্ষক-অভিভাবকদের এগিয়ে আসতে হবে নিজ নিজ প্রচেষ্টায়। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের নোট বই এর প্রবণতা থেকে বের করে আনতে হবে। শিক্ষকদের বাস্তবমুখী হয়ে কঠোর শ্রম ও গবেষনার মাধ্যমে নতুন নতুন তথ্য উপাত্ত শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে। শিক্ষকদের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে।
তিনি গতকাল শনিবার দুপুরে মাধবপুর উপজেলা শিক্ষা কমিটি আয়োজিত শতভাগ ভর্তি ও মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে আমাদের করণীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক সাব্বির হাসান প্রমূখ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আছমা বেগম, বিল্লাল মিয়া, ফজলুল করিম, এখলাছুর রহমান, ইদ্রিছ মিয়া, শিউলি রায়, মুক্তা রানী পাল, বিপ্লব চন্দ্র পাল, জিয়াউর রহমান সুজন প্রমূখ।