Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট-বাল্লা সড়কে যাত্রী দুর্ভোগের শেষ নেই

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট-বাল্লা সড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের  যেন শেষ নেই। সড়ক মেরামতের ভেড়াজালে আটকা পড়েছে সাধারন মানুষের সুখ-শান্তি। দেড় বছর ধরে চলছে সড়কটির মেরামতের কাজ। আজো হয়নি এর পরিসমাপ্তি। দিন দিন দুর্ভোগের মাত্রা চলছে বেড়ে। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর সাবেক সমাজ কল্যান মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের প্রচেষ্টায় চুনারুঘাট-বাল্লা সড়কের মেরামত কাজ শুরু হয়। টেন্ডার আহবানের ২ মাস পর সরকার দলীয় ঠিকাদাররা কাজ শুরু করেন ৪ ধাপে। তারা প্রথমে সড়কের পুরাতন সিলকুট তোলে ফেলে। এরপর ফেলা হয় ইটের শুরকী। এ ফাঁেক সড়কের উভয় অংশে বর্ধিত করন কাজ শুরু হলে সম্পূর্নরূপে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। ওই সময় চান্দপুর ও আমু চা বাগান সড়ক দিয়ে কিছু কিছু হালকা যান বাহন দক্ষিনাঞ্চলের সাথে যোগাযোগ অব্যাহত রাখে কিন্তু যাত্রীদের কাছ থেকে আদায় করা হয় ৩/৪ গুন বেশী ভাড়া। এ অবস্থায় ১১ মাস পর সড়কটির ৬০ ভাগ কাজ শেষ হয় কিন্ত যত্রতত্র গতিরোধক দেয়ায় যাত্রীরা পড়েন নতুন ভোগান্তিতে। ১৫ কিলোমিটার সড়কে দেয়া হয়েছে সু-উচ্চ ২২টি গতিরোধক। গত ১ মাস পূর্বে অবশিষ্ট রাস্তা মেরামত শুরু করে ওই ঠিকাদাররা। এতে যোগ হয়েছে নতুন ভোগান্তি। হালে গাজীপুর ইউনিয়ন বাসিরা পড়েছেন মহা সংকটে। সড়কের বনগাঁও ও জারুলিয়া অংশের মেরামত কাজ চলছে কচ্চপ গতিতে। গত ১ মাসে বনগাঁও অংশে ইটের শুরকী বিছানো এবং জারুলিয়া অংশে সিলকুট উল্টিয়ে দেয়া ছাড়া আর কোন কাজ হচ্ছেনা। এ কারনে ওই পথে বন্ধ রয়েছে যান চলাচল। কখন সড়কটির মেরামত কাজ সম্পন্ন হবে তাও জানেনা এলজিইডি।