Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পৌর কাউন্সিল জুনায়েদ মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির মামলা খারিজ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিল মোঃ জুনায়েদ মিয়া ও তার দু’ভাইয়ের বিরুদ্ধে দায়েরকৃত ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলা খারিজ হয়েছে। সহকারী পুলিশ সুপার এর দেয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিজ্ঞ আদালত গত ১৮ ফেব্র“য়ারী মামলাটি খারিজ করেন।
মামলা সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার উপজেলা রোডের রিফাত মঞ্জিলের রিফাত উল্লাহর পুত্র মজনু মিয়া বাদী হয়ে ২০ লাখ টাকা চাঁদাদাবীর অভিযোগ এনে গত ২০১৬ সনের ৩০ অক্টোবর হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগঃ-৫ আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য নবীগঞ্জ থানায় প্রেরণ করেন। দীর্ঘ তদন্ত শেষে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় নবীগঞ্জ থানার থেকে আদালতে চুড়ান্ত প্রতিবেদন প্রদান করা হয়। এ প্রতিবেদনের বিরুদ্ধে বাদী মজনু মিয়া নারাজি প্রদান করলে বিজ্ঞ আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য সহকারী পুলিশ সুপারের নিকট প্রেরণের আদেশ দেন। মামলাটি সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান তদন্তে শেষে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তিনিও আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের শুনানী শেষে চুড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বিজ্ঞ আদালত গত ১৮ ফেব্র“য়ারী মামলাটি খারিজের আদেশ প্রদান করেন। এর ফলে হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুনায়েদ মিয়া, তার ভাই ফখরুল ইসলাম সুমন ও রকি মিয়া তাদের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগ থেকে অব্যাহত পেয়েছেন।