Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ২৫ দিনের ২৫ ঘন্টা সহিশুদ্ধ কোরআন শিক্ষার কার্যক্রম চলছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ২৫ দিনে ২৫ ঘন্টা সহিশুদ্ধ কোরআন শিক্ষা এর আওতায় ৩টি টিমে ৯০ জনকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। বিশিষ্ট সমাজ সেবক মোঃ তাজুুল ইসলামের তত্ত্বাবধানে উপজেলার মনতলা বিজিবি ক্যাম্প জামে মসজিদ, কমলপুর পূর্ব জামে মসজিদ ও নয়নপুর জামে মসজিদে এর কার্যক্রম চলছে। প্রতিটি টিমে ৩০ জন করে বয়স্ক ও অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থী এ কোরআন শিক্ষায় অংশ নিচ্ছেন। ঢাকার বসুন্ধরা বারিধারার তাসমিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদ আহম্মদ তপনের একক অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় সারা দেশে এর কার্যক্রম চলছে। মাধবপুরে ৩টি টিমে প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছেন মওলানা মোঃ সোলাইমান। বিনা বেতনে এ কোরআন শিক্ষায় অনেকেই আকৃষ্ট হয়ে ধর্মীয় শিক্ষা লাভ করছেন।