Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সংঘের ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৩ তম শুভ আবির্ভাব উৎসব পালন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সংঘের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে গত বৃহস্পতিবার গয়াহরি রামকৃষ্ণ আশ্রমের নির্ধারিত স্থানে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৩তম শুভ আবির্ভাব তিথি উৎসব পালন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গলারতি, উষাকীর্তন, সমবেত প্রার্থনা, জপধ্যান, রামকৃষ্ণ কথামৃত পাঠ, অঞ্জলী প্রদান, আলোচনাসভা, পালাকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরন। রামকৃষ্ণ সংঘের সভাপতি অধ্যাপক (অবঃ) যতীন্দ্র দাশ সামন্তের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক নানু দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবাত্মা নন্দজী মহারাজ। এতে সম্মানিত অতিথি ছিলেন, অধ্যক্ষ (অবঃ) নিখিল রঞ্জন ভট্টাচার্য্য, ভারত মেঘালয় চেরাপুঞ্জী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী ভবেশাত্মানন্দজী মহারাজ, সিলেট রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী পুর্নব্রতানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক অবঃ প্রধান শিক্ষক অজিত কুমার পাল, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, বাহুবল শচীমাতা অঙ্গনের সাধারন সম্পাদক নিরঞ্জন সাহা নিরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামকৃষ্ণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ননী গোপাল নাথ, পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিত্যানন্দ দাশ, সারদা সংঘের সভাপতি দেবলা দাশ, হরেকৃষ্ণ দাশ, মিলন হালদার, সুধা রঞ্জন দাশ, অশোক তরু দাস, পিযুষ কান্তি ঘোষ রানা, গোপেশ চন্দ্র দাশ, নারায়ন দাশ, সুভাষ দাশ, সবিতা রায়মীরা, প্রজেশ রায় নিতন, উৎপল চৌধুরী পান্না, প্রমথ চক্রবর্ত্তী বেনু, লাভলী রায়, শংকরী রানী দাশ, মঞ্জুশ্রী চক্রবর্ত্তী, মৃদুল রায়, অনজিত দাশ লিটন, উত্তম রায়, লিটন দেবনাথ, গৌতম দাশ, ভানু দাশ, নিতাই আচার্য্য, বিশ্বজিত বাগচী মুন্না, গৌতম দে রিপন, রতন পাল, সমীরন দাশ, অর্জুন দাশ, ফুলন সুত্রধর, শিপ্রা রানী দাশ প্রমূখ। অনুষ্ঠানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে। অনুষ্টানে গয়াহরি রামকৃষ্ণ আশ্রমের নির্ধারিত স্থানে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির নির্মানের জন্য নবীগঞ্জ পৌসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী নগদ ১ লাখ টাকা প্রদান করে পরবর্তীতে আরো ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষনা দেন। অবনী মোহন দাশ নগদ ১ লাখ টাকা, নিরঞ্জন সাহা নিরু (সম্পাদক সচীঙ্গণ জয়পুর) ও প্রাণেশ দেব (কাউন্সিলর নবীগঞ্জ পৌরসভা) ৫০ হাজার টাকা অনুদানের ঘোষনা প্রদান করেন।