Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কানাইপুরে তাণ্ডব ॥ প্রতিপক্ষের দোকান ও বাড়ি-ঘরে হামলা, ভাংচুর, লুটপাট, আহত ১০

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের আক্রমনে মহিলাসহ ১০জন আহত হয়েছে। গত রোববার সকালের দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের শাহেদ আলীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে এ তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একই গ্রামের মৃত আষ্টব উল্লার ছেলে ইছমত মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ইছমত মিয়ার পরিবারের এক শিশু ও শাহেদ মিয়ার পরিবারের এক শিশুর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। শাহেদ পরিবার দাবি করছে এর জের ধরে রোববার সকালে ইছমত মিয়ার নেতৃত্বে তার লোকজন হামলা চালায়। হামলাকারীরা শাহেদ মিয়ার দোকান ও বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর করে। এ সময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলেও শাহেদ মিয়ার পরিবার দাবি করছে। তাদের বাধা দিতে গিয়ে পরিবারের মহিলাসহ ১০জন আহত হয়েছেন।
আহতের মধ্যে আশ্বদ আলী (২২), রহিমা বেগম (৪৫), মাহমুদা বেগম (২০), খালেদা বেগম (২৩), রাহাতুন বেগম (৪২), রাজিয়া বেগম (৪৩), আফিয়া বেগম (২৬), সাগর মিয়া (২৫), আনোয়রা বেগম (৩৭) ও হীরা মিয়া গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী তকমিনা বেগম (১৪)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে।
এ ঘটনায় শাহেদ আলীর পুত্র সাগর মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইছমতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইছমতের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। শাহেদ মিয়ার পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়, ইছমতের গ্রেফতারের খবর শুনে তার আপন ভাই নজিরের নেতৃত্বে গতকাল সোমবার আবারও হামলার প্রস্তুতি নেয়। এ খবর পেয়ে নবীগঞ্জ থানার ইমারেন্সী অফিসার ফিরোজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছুলে নজিরসহ অন্যান্যরা পালিয়ে যায়। ইছমতের আত্মীয় স্বজন মামলা তুলে নেয়ার জন্য শাহেদ আলীর পরিবারকে হুমকি ও ভয়র্ভীতি প্রদান করছেন বলে অভিযোগ করছেন শাহেদের পরিবার।