Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নির্বাচনী আচরনবিধি লংঘনের অভিযোগে নবীগঞ্জ-হবিগঞ্জ ও লাখাইয়ের ৬ প্রার্থীর কর্মীকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ লাখাই, নবীগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলায় নির্বাচন আচরণবিধি লংঘনের অভিযোগে ৬ প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হাসান রোমান লাখাইর বামৈ বাজারে চেয়ারম্যান প্রার্থী মুশফিউল আলম আজাদের এক কর্মীকে দেয়ালে পোষ্টার সাটানোর অভিযোগে ৫শ টাকা এবং অনুমতিবিহীন মাইক ব্যবহারের অভিযোগে মুশফিউল আলম আজাদের অপর এক কর্মীকে আরো ৫শ টাকা জরিমানা করেন। এদিকে বুল্লা বাজারে চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম মোল্লা মাসুমের এক কর্মীকে অনুমতিবিহীন মাইক ব্যবহারের জন্য ৫শ টাকা এবং একই অভিযোগে ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিউল আলমের এক কর্মীকে ৫শ টাকা জরিমান করেন। সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার জামিল নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অনুমতিবিহীন মাইক ব্যবহারের জন্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর চৌধুরীর দু’কর্মীকে ৫শ টাকা করে জরিমানা করেন। অপর দিকে একই অভিযোগে নবীগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলীর এক কর্মীকে ১ হাজার টাকা জরিমান করেন। এদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল আমীন ওসমানের এক কর্মীকে দেয়ালে পোষ্টার সাটানোর অভিযোগে ৫শ টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে জেলা নির্বাচন অফিসার মোঃ মনির হোসেন উপস্থিত ছিলেন।