Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রতি বছরের ন্যায় বানিয়াচং উপজেলার শচীন্দ্র কলেজের ২০১৮ সালের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে কলেজের নিজস্ব  খেলার মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ও বানিয়াচং-আজমিরিগঞ্জ আসনের সাংসদ আলহাজ্ব এড.আব্দুল মজিদ খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার। প্রথমে অতিথিগণ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের শতাধিক ছাত্র-ছাত্রীরা প্রায় ১২টি ইভেন্টে অংশগ্রহন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এডঃ আব্দুল  মজিদ খান বলেন, খেলাধূলা মেধা ও মনন বিকাশের অন্যতম মাধ্যম। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলায়ও অংশ নিতে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ গঠন করে শৃঙ্খলাবোধের মাধ্যমে ছাত্র- ছাত্রীদের দেশপ্রেমী হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সুস্থ থাকতে হলে প্রতিদিন ভোরে হাটাঁহাটিঁর অভ্যাস গড়ে তুলতে হবে। শচীন্দ্র কলেজের অধ্যক্ষ এসকে ফরাশ উদ্দীন আহমেদ শরীফীর সভাপতিত্বে ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির সদস্য সচিব শরীরচর্চা শিক্ষক রণজিৎ কুমার দাসের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের জিবি সদস্য মোঃ আলাউদ্দিন মিয়া সহ কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও রোভার স্কাউট দলের সহযোগিতায় শচীন্দ্র কলেজের ২০১৮ সালের ক্রিড়া প্রতিযোগিতা প্রাণচাঞ্চলের মধ্য দিয়ে সুসম্পন্ন হয়।