Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি বাবু‘র মায়ের ইন্তেকাল জানাযায় হাজারো মানুষের ঢল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু‘র মাতা (অবঃ) শিক্ষিকা হুসনে আরা বেগম চৌধুরী (৭৫) আর নেই। তিনি গত শনিবার রাত সাড়ে ১১টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ১ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা গতকাল রবিবার বেলা ২টা ৩০ মিনিটের সময় কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে। জানাযার নামাজে হাজারো মানুষের ঢল নামে। এতে উল্লেখযোগ্যদের মধ্যে, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাছান, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান জাপা নেতা প্রফেসার আবিদুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগলুল হক চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, বাহুবল থানার অফিসার ইনচার্য মাসুকুর রহমান, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক জালাল উদ্দিন খান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলার জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, বাহুবল উপজেলা জাপার সভাপতি শফি আহমেদ চৌধুরী, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, প্যানেল মেয়র এটি এম সালাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, শাহ রিজভী আহমেদ খালেদ, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, আলী আহমেদ মুসা, মাসুম আহমেদ জাবেদ, মুহিবুর রহমান হারুন, ছাইম উদ্দিন, জাবেদুল আলম চৌধুরী সাজু, বাহুবল উপজেলা জাপার সাারন সম্পাদক আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, যুগ্ম সদস্য সচিব এমরান মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল মুকিত চৌধুরী, যুবসংহতি নেতা কাজল, এডভোকেট শিবলী খায়েরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।