Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে হাই-টেক পার্ক স্থাপন সংক্রান্ত সেমিনার

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের সবছেয়ে সম্ভাবনাময় খাত হল আইটি সেক্টর। সরকার এই খাতের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছে। দেশের বিভিন্ন স্থানে হাই-টেক পার্ক স্থাপনের কাজ এগিয়ে চলছে। প্রাথমিকভাবে সকল বিভাগীয় শহরে এই পার্ক স্থাপন করা হবে। পর্যায়ক্রমে জেলা শহরেও হবে হাই-টেক পার্ক। এই পার্ক স্থাপন করতে পারলে দেশে ৭ লাখ ৪০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বছরে আয় হবে ৯ বিলিয়ন ডলার। গতকাল সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে হাই-টেক পার্ক স্থাপন সংক্রান্ত সেমিনারও কর্মশালায় এই তথ্য উপস্থাপন করা হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পৃষ্টপোষকতায় ও জেলা প্রশাসন আয়োজিত সেমিনারে সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সফিউল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।  মুল বক্তব্য উপস্থাপন করেন আইসিটি শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, এটিএন বাংলা’র হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম, হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। কর্মশালায় বিভিন্ন বিভাগের প্রধান, মিডিয়াকর্মী, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন।