Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে বিদ্যুতায়নের উদ্বোধনকালে এমপি মজিদ খান ॥ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম ধাপ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি বলেছেন, বর্তমান সরকারের বাংলাদেশ গড়ার প্রথম ধাপ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া। আমি শেখ হাসিনার কর্মী হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার  লক্ষ্যে আপনাদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছি।
হাওর এলাকার জনগণ যুগের পর যুগ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অনেক সরকার এবং জনপ্রতিনিধি আসলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি কোনদিন। একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই হাওর এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। বর্তমান আওয়ামী লীগ সরকার ধাপে ধাপে হবিগঞ্জের বানিয়াচং এবং আজমিরীগঞ্জকে উন্নয়নের মূল শ্রোতে যুক্ত করেছে।
গতকাল বিকাল ৩টায় দৌলতপুর পূর্ব পাড়া গ্রামের বিদ্যুৎ উদ্বোধন উপলক্ষ্যে পূর্ব পাড়া মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
পূর্ব দৌলতপুর গ্রামে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ৯ কিঃমিঃ বিদ্যুৎ লাইন উদ্বোধন করেন এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি। ৪৭৭টি পরিবারের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, উক্ত বিদ্যুৎ লাইন উদ্বোধন করায় করায় দলমত নির্বিশেষে সবাই আনন্দিত।
দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মলাই মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জি এম মোঃ সোলায়মান মিয়া, বানিয়াচং উপজেলা ডিজিএম আবু জাফর, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, এরশাদ আলী, হবিগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী শেখ ফরিদ আহমেদ, এ জেড এম উজ্জ্বল, রফিকুল আলম চৌধুরী রিপন, আব্দুল আজিজ মেম্বার, আরজু মিয়া, মাওঃ গিয়াস উদ্দিন, হাফিজুর রহমান মলাই, পংকজ কুমার সরকার নিদু, মাও ছাব্বির আহমেদ মাওঃ এখতিয়ার উদ্দিন, আতাউর রহমান, সাইদুর রহমান, বিকাশ মেম্বার, আব্দুর রহমান, সারোয়ার, জুয়েল মিয়া প্রমুখ।