Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বার্ষিক অষ্টপ্রহরব্যাপী হরিনাম যঞ্জ ও লীলা কীর্তন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিপাতপুর শ্রী শ্রী বুড়াঠাকুর গাছতলা মাঠ প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্টায় সকল জীবের মঙ্গল কামনায় ভগবান শ্রী কৃষ্ণের দোলযাত্রা ও শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী ২১ তম বার্ষিক অষ্টপ্রহর তারকব্রম্মনাম ও লীলা সংকীর্তন গতকাল বৃহস্পতিবার  দিনরাত ব্যাপী অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল, শ্রীমদভগবত গীতা পাঠ, অধিবাসকৃত্য, লীলা কীর্তন ও প্রসাদ বিতরন। এতে লীলা কীর্তন পরিবেশন করেন কলকাতা ভারতের শ্রীমতি কানন মন্ডল, পশ্চিবঙ্গ ভারতের শ্রী মতি শিবানী শর্মা, লাখাই হবিগঞ্জের দীনেশ দেবনাথ, আজমিরীগঞ্জের কামরুপ দাসসহ অন্যান্য  কীর্তনীয়া দল। কীর্তন কমিটির সভাপতি মতিলাল  দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশের  পরিচালনায় অনুষ্টানমালায় অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নির্মলেন্দু দাশ রানা,মহাদেব রায়, গৌরমনি সরকার, রানা ঘোষ, ব্যবসায়ী গোপেন্দ্র পাল, কৃপেশ পাল, মতিলাল দেবনাথ, লিটন দেবনাথ, কৃপাসিন্ধু দেবনাথ, শফিকুর রহামন, সাবেক মেম্বার হারুন মিয়া, রাখাল চন্দ্র দাশ, প্রদীপ কুমার রায়, সুজিত কুমার দাশ সহ বিভিন্ন সামাজকি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। আজ শুক্রবার দুপুরে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।