Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে পুকড়া গ্রামে নুর হত্যা মামলার আসামী রোমান গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নুর আলম (৩০) হত্যা মামলার অন্যতম আসামী রোমান মিয়া (২০) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত বুধবার সন্ধ্যায় কললিষ্টের সূত্র ধরে ডিবির এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ তেঘরিয়া ইউনিয়নের চরগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের গণি মিয়ার পুত্র। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে হাজির করা হলে সে হত্যাকান্ডের স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। প্রসঙ্গত ২০১৭ সালের ১৪ অক্টোবর বিকাল ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার বিজনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার এসআই মলাই মিয়ার নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নুর আলম বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র। মরহুম নুর আলমের শ্বশুর মহব্বত খান জানান, গত বছরের ১২ অক্টোবর সন্ধ্যার পর খেতে বসলে নুর আলমের ফোন আসে। ফোন পাবার সাথে সাথে নুর আলম খাবার রেখে তার স্ত্রীকে বলে আধঘন্টা পর এসে খাবে। বাড়ি থেকে বের হয়ে যাবার ঘন্টাখানেক পর নুর আলমের মোবাইলে ফোন দিলে এটি বন্ধ পাওয়া যায়। এরপর তারা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে না পেয়ে বিষয়টি হবিগঞ্জ ও বানিয়াচং থানা পুলিশকে অবহিত করেন। এদিকে নিখোঁজ নুর আলমকে উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। ১৪ অক্টোবর স্থানীয় লোকজন ওই নদীতে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানায় খবর দেন। নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে মামলা করা হলেও কোন অগ্রগতি না হওয়ায় ডিবি পুলিশকে এর রহস্য উদঘাটনের দায়িত্ব দেয়া হয়।