Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ডায়াবেটিস সচেতনতা দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস ও ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সমিতির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা, রোগীদের সমন্বয়ে প্রশ্নউত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সমিতির কোষাধক্ষ্য ফণী ভূষন দাস, সমিতির সদস্য ডাঃ মোঃ জমির আলী, আশরাফ আলী খান, মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ ওয়াহিদুল ইসলাম, ডাঃ সুদীপ রায়, হেলথ এডুকেটর সামছুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালানা করেন অফিস সেক্রেটারী ফজলুল করিম।
অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয়, হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সপ্তাহে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা হয়, কিডনী ডায়ালাইসিস, ডিজিটাল এক্স-রে এবং অত্যাধুনিক যন্ত্রাপাতি দ্বারা অত্যান্ত সূলভ মূল্যে সকল ধরনের পরিক্ষা-নিরিক্ষা করা হয় এবং ডায়াবেটিস সচেতনতা দিবসের দ্বিতীয় পর্যায়ে বিকাল ৪টা থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন সমিতির কোষ্যাধক্ষ ইঞ্জিনিয়ার ফণী ভূষন দাস, সদস্য আশরাফ আলী খান, ডাঃ সফিকুল ইসলাম, ডাঃ সুদীপ রায়, হেলথ এডুকেটর সামছুল ইসলাম, ক্যাশিয়ার শেখ মোঃ আমিনুদ্দীন আমান, ল্যাব টেকনোলজিষ্ট পলাশ চন্দ্র সরকার ও ল্যাব সহকারী আঃ মোতালিব টেনু প্রমুখ। এতে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।