Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বাড়ির উঠানে বালুর স্তুপে ২য় শ্রেনীর ছাত্রের লাশ

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় বালুর স্তুপের নিচ থেকে রহুল আমীন (৯) নামে ২য় শ্রেণীর এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর (শাবাজপুর) গ্রামের সিদ্দিক আলীর ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় থানার এস.আই আক্তারুজামান লাশ উদ্ধার করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিরগর উপজেলার ধর্মন্ডল গ্রামের সিদ্দিক আলী বছর খানেক আগে ওই গ্রামে বাড়ী করে বসবাস করে আসছিল। তার ১ম স্ত্রী সন্তান রুহুল আমিনকে নিয়ে বাবার বাড়ী চুনারুঘাট উপজেলার লাল চান গ্রামে বসবাস করে আসছে। রুহুল আমিন নানার বাড়ীতে থেকে লেখাপড়া করেন। আর ছিদ্দিক আলী তার ২য় স্ত্রীকে নিয়ে কালিকাপুর (শাবাজপুর) গ্রামে নতুন বাড়ীতে বসবাস করে আসছে। গত রবিবার রুহুল আমীন পুরনো বাড়ী ধরমন্ডলে যাওয়ার উদ্দেশ্যে কালিকাপুর থেকে বের হয়। কিন্তু রুহুল আমিন বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। কিন্তু অনেক খোজাখুজি করে রুহুল আমিনকে না পেয়ে পরদিন তার বাবা সিদ্দিক আলী নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় রুহুল আমীনদের কালিকাপুরের বাড়ির উঠানে থাকা একটি বালির স্তুপ থেকে কুকুর তার মরদেহ টেনে বের করে। রুহুল আমিনের বোন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়। পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এএসএম রাজু জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। পরবর্তীতে আইনুনাগত ব্যবস্থা গ্রহন করা হবে।