Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের ৩ ও শায়েস্তাগঞ্জের ৪৪ বিএনপি নেতার জামিন

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার মুক্তির দাবীতে হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়ের করা পুলিশ এসল্ট মামলায় তিন বিএনপি নেতাকে ৬ সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট।
গতকাল সোমবার দুপুরে হাইকোর্টের বিচারক উবায়দুল হাসান ও কৃষ্ণা দেব নাথ এ আদেশ দেন। এর আগে তাদের জামিনের আবেদন করে আইনজীবী নুরুন্নবী উজ্জল। জামিন প্রাপ্তরা হলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, কেন্দ্রীয় যুবদল সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন।
হাইকোর্টের আইনজীবী নুরুন্নবী উজ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালত আসামীদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
একই দিন শায়েস্তাগঞ্জের ৪৪ বিএনপি নেতাকর্মী বিজ্ঞ হাইকোর্ট থেকে ৬সপ্তাহের জামিন লাভ করেন।
জামিনপ্রাপ্তরা হলেন- শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, যুগ্ম আহ্বায়ক মোঃ সবুজ মিয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, রুশন আলী, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, যুবদল নেতা আবুল বাশার ইসা, শাহ আলম, বিএনপি নেতা রাকিবুল হাসান নওশাদ, পৌর শ্রমিকদলের সভাপতি আকিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক সুমন মিয়া, ফজর আলী, খোকন শাহী ধনু, যুবদল নেতা কাজী দুলাল , পৌর ছাত্রদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ জামান রিপন, যুগ্ম আহ্বায়ক সামছুল আলম রিপন, তৌহিদুল হক, ফারুক মিয়া, সবুজ মাষ্টার, ইউনিয়ন যুবদল নেতা শাহ আলম, শাহাব উদ্দিন জামায়ত নেতা প্রভাষক অলিউল্লাহ জহির, ইয়াসিন খান, আব্দুল মজিদসহ ৪৪জন।