Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আইডিয়ার “রিডিউসিং চাইল্ড লেবার ফর এ বেটার ফিউচার” প্রকল্পের খেলাধুলার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) এর উদ্যোগে এবং ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)’র আর্থিক সহায়তায় “রিডিউসিং চাইল্ড লেবার ফর এ বেটার ফিউচার” প্রকল্পের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। আইডিয়ার প্রকল্প কর্মকর্তা, ওয়াদুদ ফয়সল চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রোকেয়া খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অনিল কৃষ্ণ মজুমদার, জেলা শিক্ষা কর্মকর্তা, হবিগঞ্জ, মোঃ নূরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, হবিগঞ্জ, মোঃ সাবান মিয়া, সভাপতি, প্রেসক্লাব, হবিগঞ্জ, নাজিম আহমেদ, সহকারী পরিচালক, আইডিয়া, সিলেট। অন্যান্যদের মধ্যে সরকারী-বেসরকারী সংস্থার জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী  এবং প্রায় ৩০০ শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।
বিতরণ করা খেলাধুলার সামগ্রীর মধ্যে রয়েছে ঃ ক্রিকেট জার্সি-২২টি, ক্রিকেট ব্যাট-২টি, পেইন কিলার স্প্রে-২টি, আম্পায়ার জার্সি-১টি, ক্রিকেট স্টাম্প-২ সেট, ক্রিকেট ব্যাটিং পেড-২টি, ক্রিকেট বেটিং গ্লোবস-২টি, প্লাস্টিক হেলমেট-৩টি, হেন্ড বল-১টি, হেন্ড বল নেট-১টি, টেনিস বল-১২টি, কেরাম বোর্ড-২টি, দাবা বোর্ড গুটি সহ-২সেট, ফুটবল-২টি, ফুটবল জার্সি-২২টি, নিপ ক্যাপ-২২টি, পেইন কিলার স্প্রে-২টি, রেফ্রি জার্সি- ১টি, লাইনম্যান জার্সি- ২টি
বক্তারা ইউএনডিপি এবং আইডিয়াকে ধন্যবাদ জানান। খেলাধুলার সামগ্রী দিয়ে অনুশীলনের মাধ্যমে ছাত্রীদের শারিরীক, মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে এজন্য আবারো আইডিয়াকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।