Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার স্টাফ আলতাব আলীর ইন্তেকাল ॥ পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকা মরনোত্তর অনুদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার এমএলএসএস মোঃ আলতাব আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। রবিাবার দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকাস্থ ধানমন্ডি কিডনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। সোমবার সকালে মেয়র আলহাজ্ব জি কে গউছ মোহনপুর আবাসিক এলাকার মরহুমের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এ সময় মেয়র হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মরনোত্তর অনুদান হিসাবে তাৎক্ষনিক মরহুমের পরিবারের কাছে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
উল্লেখ্য সম্প্রতি মেয়র আলহাজ্ব জি কে গউছের প্রস্তাব অনুযায়ী পৌরসভার স্টাফ চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবারকে ৫০ হাজার টাকা তাৎক্ষনিক অনুদানের রীতি পৌরপরিষদে অনুমোদিত হয়। মরহুমের দাফন-কাফন, মরনোত্তর অনুষ্ঠানাদি ইত্যাদির স্বার্থে এ অনুদানের রীতি চালু হয়। মোঃ আলতাব আলীর মৃত্যুর পর প্রথমবারের মতো হবিগঞ্জ পৌরসভার এ রীতি কার্যকর করা হয়েছে। মরহুমের পুত্রের কাছে ৫০ হাজার টাকা হস্তান্তর করেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে পৌরভবন প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মোহনপুর কবরস্থানে দাফন করা হয়। মেয়র আলহাজ্ব জি কে গউছ আলতাব আলীর মৃত্যুতে সোমবার হবিগঞ্জ পৌরসভা অর্ধদিবস ছুটি ঘোষনা করেন।