Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা ভাদিকারা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম খাতুন বিবি (৩৫)। রোববার (২৫ ফেব্র“য়ারি) ঢাকা মেডেকিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, ভাদিকারা গ্রামের উত্তর মহল্লার মতলিব মিয়া ও হাজী সোয়াব মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও চলছে। কিন্তু গত ১৯ ফেব্র“য়ারি সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন মতলিব মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাংচুরের এক পর্যায়ে ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে মতলিব মিয়ার বোন খাতুন বিবি (৩৫) ও তার মেয়ে খাদিজার শরীর আগুনে ঝলসে যায়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
উপজেলা কমপ্লেক্স কর্তৃপক্ষ আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার অগ্নিদগ্ধ দুজনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৫ ফেব্র“য়ারি) বিকেলে খাতুন বিবি মারা যান। এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তিনি বলেন, মৃত্যুর খবরটি স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং তিনজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।