Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সরকারী এ্যাম্বুলেন্স থাকার পরেও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন আজমিরীগঞ্জবাসী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে মাসের পর মাস আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সটি দাড়িয়ে থাকে। অথচ ওই উপজেলার রোগীরা সিএনজি, চান্দের গাড়ি, ইমাসহ বিভিন্ন পরিবহনে জীবনের ঝুঁকি নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে আসেন। বিষয়টি অনেক দিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছেন না। অভিযোগ রয়েছে, হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সযোগে অনেক রোগীকে সিলেট ও ঢাকায় নিয়ে যাওয়া হয়। আর এ সুযোগ কাজে লাগায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এ্যাম্বুলেন্স চালক। ফলে আজমিরীগঞ্জবাসী সরকারি এ্যাম্বুলেন্স থাকাস্বত্ত্বেও এর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এ এ্যাম্বুলেন্সটি সদর হাসপাতালের নতুন ভবনের সামনে দাড়িয়ে রয়েছে।
সূত্র জানায়, এখান থেকে ওই এ্যাম্বুলেন্স রোগী নিয়ে যেতে সিলেটে ২৫শ এবং ঢাকায় ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা করে নিচ্ছে। এ বিষয়ে সিভিল সার্জন সুচিন্ত চৌধুরী জানান, বিষয়টি আমি অবগত নই, আজমিরীগঞ্জ টিএইচও এ বিষয়ে ভাল বলতে পারবেন।