Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ইউনিয়ন পরিষদের রাস্তার মাঝে খাল কেটে চলা বন্ধ ॥ এলাকাবাসীর প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ইউনিয়ন পরিষদের জনবহল ব্যবহৃত রাস্তার মাঝখানে খাল কেটে যাতায়ত বন্ধ করে দিয়েছে মিনার খাতুন (৪০) নামে এক মহিলা। এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ নিয়ে এ যাবৎ তিন বার রাস্তার কাটার অভিযোগ রয়েছে ওই মহিলার বিরুদ্ধে এবং ভ্রাম্যমান আদালতে ১ মাসের সাজার কেটেছেন তিনি।
গতকাল শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা উপজেলা আহম্মদাবাদ ইউনিয়নের গেরারুক-জারুলিয়া গ্রামের রাস্তাটির মাঝে খাল কাটা অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গেরারোক গ্রামের মরম আলী জমাদারের মেয়ে মিনারা খাতুন (৪০) এর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা কেটে যান চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ করেন এলাকাবাসী। রাস্তা কাটার ফলে এলাকাবাসী চলাচলে বিঘœ ঘটিয়ে ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও আশপাশের স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ প্রায় তিন হাজার জনসাধারণকে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে গ্রামবাসীরা একাধিক বার এলাকার চেয়ারম্যান-মেম্বার ও গন্যমান্যরা শালিস বৈঠকের মাধ্যমে ওই মহিলাকে নিয়ে বসলে কোন সু-রেখা করতে ব্যর্থ হন। স্থানীয়দের অভিযোগ মিনারা খাতুন স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এলাকার মুরুব্বী ও উপজেলা চেয়ারম্যানসহ কারোও কথা সে মানে না। এলাকার কেউ কোন কথা বললে তার বিরুদ্ধে সে মামলা করে দেয়। ফলে ভয়ে এলাকার কেউ কোন কথা বলে না। এছাড়ার ওই মহিলা এলাকার স্থানীয়দের বিরুদ্ধে প্রায় ৮/১০টি মামলা করে হয়রানী চালিয়ে যাচ্ছে। এদিকে গত বছরের ১৯ জুলাই রাস্তা কেটে যাতায়ত বন্ধ করার এলাকাবাসী ইউএনও নিকট অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে ১৯ জুলাই সকাল ১১টায় সরেজমিন তদন্ত করেন চুনারুঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা। পরে অভিযোগে ভিত্তিতে ইউনিয়ন পরিষদের নিজস্ব রাস্তার উপরে গাছ লাগানো ও রাস্তায় বেড়া নির্মাণ এবং কাঁটার অভিযোগে ভ্রাম্যমান আদালত গাদিশাল গ্রামের মৃত কাছুম উলার পুত্র কাজল মিয়া (৪২) ও তার স্ত্রী মিনারা খাতুন (৩৫) স্বামী-স্ত্রী দু’জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।