Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহীদ দিবসে জেলা আ.লীগের আলোচনা সভা ॥ সর্বস্তরে বাংলার প্রচলন নিশ্চিত করতে হবে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় ২১ শে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। এখন সর্বস্তরে বাংলার প্রচলন নিশ্চিত করতে হবে। সরকার বাংলা ভাষাকে এখন জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপ দেয়ার জন্য কাজ করছে। সরকার দেশের যে উন্নয়ন করেছে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। যারা সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে রাজপথে প্রতিহত করতে হবে এবং দাত ভাঙ্গা জবাব দিতে হবে। তিনি বলেন, বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কঠিন সময়ে সঠিক নেতৃত্বের জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি। নিজের ভাষায় কথা বলতে পারছি। এখন উন্নত দেশের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যহত দেয়া যাবে না। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। দলের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি ও সদস্য এডভোকেট সুলতান মাহমুদের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, শরীফ উল্লাহ, আব্দুল কাদির চৌধুরী, এডভোকেট আলমগীর চৌধুরী, মুকুল আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ, এডভোকেট লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, মর্তুজ আলী, সম্পাদক মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, অনুপ কুমার দেব মনা, সজিব আলী, সেলিম চৌধুরী, এডভোকেট আতাউর রহমান, আকরাম আলী, তজম্মুল হক, উপ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী, এডভোকেট চৌধুরী আবু বক্কর সিদ্দিকী, ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, আব্দুর রহিম, সুফী মিয়া, এডভোকেট সুমঙ্গল দাশ সুমন, শংখ শুভ্র রায়, এডভোকেট আব্দুল মুনতাকিম চৌধুরী খোকন, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ মুসলিম, চুনারুঘাট উপজেলা সভাপতি এডভোকেট এম আকবর হোসেইন জিতু, আজমিরীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আতর আলী মিয়া, সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, লাখাই উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদ, চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক আবু তাহের, বাহুবল উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হাই, জেলা তাতীলীগ সভাপতি মোঃ মুদ্দত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, বর্তমান সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাাপতি এডভোকেট নুরুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।