Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা আওয়ামীলীগের মার্চ মাসে মাসব্যাপী কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশের জাতীয় ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মাস হলো মার্চ মাস। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে। ১৭ মার্চ জন্মগ্রহণ করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৫ মার্চ কালেরাত্রিতে হয়েছিল গণহত্যা আর ২৬ মার্চ শুরু হয়েছিল বাঙালির স্বাধীনতা যুদ্ধ। এই চারটি গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে মাস্যব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।
গতকাল সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মাঝে রয়েছে জেলা সদরে ওই চারটি দিবসে জেলা আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে। অনুরূপভাবে সকল উপজেলা ও পৌরসভাকেও কর্মসূচি পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি পুরো মার্চ মাসে হবিগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠন কর্মসূচি পালন করবে।