Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বিএনপি ৩শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের দায়িত্ব পালনে বাধা ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে বিএনপি অঙ্গ সংগঠনের ৮৮জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩’শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ২০ ফেব্র“য়ারী মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হচ্ছেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, কেন্দ্রীয় যুবদলের সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, উপজেলা যুবদলের সহ-সভাপতি অলিউর রহমান অলি, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্¥ আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, সহ সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, ছাত্রদল নেতা গোলাম মাহবুব, গোলাম কায়ছার ঝলক, হাবিবুর রহমান রিংকু, ইকবাল হোসেন রোকন, এহসানুল হক এমরান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ, মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিকে গউছের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কালে পুলিশ বাধা দেয়। এ সময় বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে পুলিশ ফাকা গুলি ছুড়ে বলে জানায় পুলিশ। এতে গুলিবিদ্ধসহ প্রায় ৩০ জন আহত হন। এ সময় পুলিশ ৫৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক।