Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এডভোকেট সমিতির নতুন ভবনের কাজ দেখে সন্তোষ প্রকাশ করলেন বিদায়ী জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ

dav

স্টাফ রিপোর্টার ॥ দ্রুততম সময়ের মাঝে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নতুন ভবনের কাজ শেষ পর্যায়ে নিয়ে আসায় সন্তোষ প্রকাশ করেছেন বিদায়ী জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ। একই সাথে সমিতির নেতৃবৃন্দের কাজের দক্ষতারও প্রশংসা করেন তিনি। গতকাল দুপুরে নারী ও শিশু আদালতের জজ প্রশান্ত কুমার বিশ্বাসকে সাথে নিয়ে নতুন এই ভবনের কাজ দেখতে যান। জেলা এডভোকেট সমিতির সভাপতি এডভোকেট আফিল উদ্দিন এবং সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান এ সময় তাদেরকে কাজের বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে তা দেখান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট সৈয়দ আফরোজ বখত, এডভোকেট আবুল খায়ের, এডভোকেট হাবিবুর রহমান, এডভোকট ফারুকুর রহমান মহালদার, এডভোকেট আব্দুস সবুর তরফদার, এডভোকেট শফিকুল ইসলাম দুলাল, এডভোকেট সুফি মিয়া, এডভোকেট আশরাফ উদ্দিন তরফদার, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, এডভোকেট জেবুন্নেছা চৌধুরী, এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট শাহ ফখরুজ্জামান, এডভোকেট আশিকুর রহমান, এডভোকেট মাসুক মিয়া ও এডভোকেট আজিজুর রহমান খান সজল। বিদায়ী জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ পরে এডভোকেট সমিতির অফিসে গিয়ে চা চক্রে মিলিত হন এবং কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই কমিটির কাজে স্বচ্ছতা ও গতিশীলতা থাকায় যখন যে কাজের জন্য তারা তার সাথে যোগাযোগ করেছে তিনি সহযোগিতা করেছেন।