Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যথাযোগ্য মর্যাদায় নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় শ্রমিকলীগ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ২১ শে ফেব্র“য়ারীর প্রথম প্রহরে নবীগঞ্জ শহীদ মিনারে পুস্পতবক অর্পন করেন শ্রমীকলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দাল করিম, মোঃ আঃ আওয়াল, জয়নাল মিয়া (১), বাছিত মিয়া, বদরুজ্জামান বদরুল, মাজহারুল ইসলাম অপু, মোঃ মাছুম মিয়া, সাজ্জাদুর রহমান সাজু, এম ইলিয়াছ আলী বাবু, আঃ বাশার, সবুজ মিয়া, মোঃ তাজ উদ্দিন, ইরাজ মিয়া, এওর মিয়া, সিরাজ মিয়া, শিপন মিয়া, জিলাই মিয়া, মনজু মিয়া, আজিজুর মিয়া, সাহিদ মিয়া, মোঃ মস্তফা মিয়া, রিপন মিয়া, দিলদার মিয়া, আজমান মিয়া, আরফান মিয়া, অনু মিয়া, তাজুদ মিয়া, ফজল আহমেদ, আজিজুল মিয়া, হাবিব আহমেদ, শিবলু মিয়া, ফুল মিয়া, কাছন মিয়া, আওলাদ মিয়া, সাজিদ মিয়া, সাজন মিয়া, খালেদ মিয়া, আজাদ মিয়া, রিপু মিয়া, আবেদ আহমদ, মোঃ জয়নাল মিয়া (২), মোতাব্বির মিয়া, তকদীর মিয়া প্রমূখ, মোঃ ছনুর মিয়া, মোঃ মিনহাজ আহমেদ রনি, মোঃ নজবুল মিয়া, মোঃ আজিজুর মিয়া, মোঃ মনর মিয়া, হিরালাল সরকার, কনু মিয়া, আশরাফ মিয়া, আরজান মিয়া, মুক্তাদির মিয়া, শেকুল মিয়া, তকলিছ মিয়া, শিপন মিয়া, মিছিল খা, দিলিক মিয়া, তাহির মিয়া, জয়নাল মিয়া (৩), আরস হুসেন, সাইদুর মিয়া, মঈনুদ্দিন, টিপু মিয়া, জামির হোসেন, মাসুক মিয়া, তোফায়েল মিয়া, জুনেদ মিয়া, তালেব চৌধুরী, সুজাত মিয়া, কালা মিয়া, এমরান আহমেদ, আঃ রহিম, মোঃ সেলিম মিয়া, মোঃ আছাব আলী, মোঃ আলী, জামান, আজিদ মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। পরে এক আলোচনা সভায় বাংলা ভাষাকে জাতি সংঘের দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা লাভের দাবী করেন এবং ভাষা শহীদদের যথাযত মর্যাদা প্রদানের লক্ষ্যে সকল ভাষা শহীদদের তালিকা তৈরী করার জন্য প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার প্রতি আহবান জানান।