Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

“অগ্রগতির মূল কথা নারী পুরুষ সমতা” হবিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অত্যন্ত ঘটা করে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০১৪ পালিত হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত  হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। সকাল ৯ টায় হবিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণের নিমতলা থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিমতলায় শেষ হয়। র‌্যালিতে হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মো: আবু জাহির, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুলতান আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম, ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী নেত্রী, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মহিলা-পুরুষ অংশ নেন। বাদক দল বাদ্যের মাধ্যমে র‌্যালিকে প্রাণবন্ত করে তুলে। পরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন, এমপি আলহাজ্ব এডভোকেট মো: আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন-লেডিস ক্লাবের সভানেত্রী মুক্তা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জমিলা বেগম, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি। অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য বিষয় ছিল-“অগ্রগতির মুল কথা নারী পুরুষ সমতা”। সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং দিনব্যাপি মেলা প্রদর্শন করা হয়।