Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে নিষিদ্ধ গাইড বইয়ে বাজার সয়লাব প্রতারিত হচ্ছে শিক্ষার্থীরা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে নিষিদ্ধ নকল গাইড বইয়ে বাজার সয়লাব হয়ে পড়েছে। এতে করে প্রতারিত হচ্ছেন এলাকার কোমলমতি ও সাধারণ শিক্ষার্থীরা। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা সদর সহ বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা বাজারে এক বা একাধিক লাইব্রেরী রয়েছে। সরকার কর্তৃক বিভিন্ন শ্রেণীর গাইড বই বিক্রী ও প্রকাশনা ইতিমধ্যে নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু এক শ্রেণীর অসাধু প্রকাশনার যোগসাজশে নিষিদ্ধ গাইড বই প্রকাশ করে বাজারজাত করা হচ্ছে। এদিকে কতিপয় অসাধু বই বিক্রেতা এলাকার সাধারণ শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে এ গাইড বই সমূহ। এ সব নিষিদ্ধ গাইড বইয়ের পাশাপাশি ইদানিং বিক্রী করা হচ্ছে নকল গাইড বই। কতিপয় অসাধু বই বিক্রেতা নিষিদ্ধ আসল গাইড বইয়ের সাথে একই প্রকাশনার নকল গাইড বইয়ের আমদানি করে। নকল গাইড বই বিক্রিতে মুনাফা অধিক, বিধায় এ কাজে কিছু অসাধু ব্যবসায়ী উৎসাহিত হচ্ছে। এ কারণে, এ সব নকল গাইড বই বিক্রী করে আগুল ফুলে কলাগাছ হচ্ছে এলাকার কতিপয় অসাধু বই বিক্রেতা। গত কয়েকদিন পূর্বে আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফনগর নয়াহাটির বাসিন্দা চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী বাজার থেকে নিষিদ্ধ একসেট গাইড বই কিনে নিয়ে যায়। পরে দেখা যায়, কিনে নেয়া সেটের পুরোটাই নকল গাইড বই। এভাবেই একদিকে শিক্ষার্থীদের অজ্ঞাতসারে অধিক মুনাফার লোভে প্রতারণার মাধ্যমে তাদের হাতে তুলে দেয়া হচ্ছে নকল গাইড বই। অন্যদিকে রাতারাতি আগুল ফুলে কলাগাছ হচ্ছে এলাকার কতিপয় অসাধু বই বিক্রেতা। তাই কোমলমতি ও সাধারণ শিক্ষার্থীদেরকে এহেন প্রতারণা থেকে রক্ষা পেতে সংশ্লিষ্টদের বাজার মনিটরিং করার দাবি জানিয়েছে এলাকাবাসী।