Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা ॥ প্রেসক্লাব নিয়ে কারো মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহবান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব নিয়ে কারো মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসনসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল রবিবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির এক সভায় এ আহ্বান জানানো হয়।
প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বর্তমান সহ-সভাপতি দৈনিক স্বদেশবার্তা সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি ইউএনবি প্রতিনিধি রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি এনটিভি প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি বাংলাভিশন প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচর্য্য রিংকু, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, দৈনিক হবিগঞ্জের জননীর নির্বাহী সম্পাদক শরীফ চৌধুরী ও নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি শ্রীকান্ত গোপ।
সভায় আলোচনা হয় হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নন এমন কেউ কেউ নিজেদেরকে প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক বা ক্লাবের অন্য কোন পদবীর পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। এতে প্রশাসনসহ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকতে পারে। প্রকৃতপক্ষে বর্তমানে দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্য কেউ যদি নিজেদেরকে প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক পরিচয় দেন তাহলে তা আমলে না নেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।