Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভালবেসে ঘর বাঁধা হল না প্রেমিক যুগলের

স্টাফ রিপোর্টার ॥ ভালবেসে ঘর বাঁধা হল না প্রেমিক যুগলের। হবিগঞ্জে মাসব্যাপী চলমান কৃষি শিল্প ও বাণিজ্য মেলার শেষ দিনে কেনা কাটা করে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য ফেরার পথে পুলিশের হাতে আটক হলো তারা। শনিবার দুপুরে শহরের কোর্ট মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার আটঘরি গ্রামের রেশম আলী কন্যা পইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী চম্পা বেগমের সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল আউশ পাড়া গ্রামের আছাব আলীর পুত্র শকিল মিয়ার (২২)। ভালবেসে দুজন ঘর বাঁধার স্বপ্ন দেখে। এ অনুসারে শুক্রবার স্কুল বন্ধ থাকায় চম্পা ও শাকিল একে অপরের হাত ধরে পালিয়ে আসে। শনিবার তারা বাণিজ্য মেলায় বিয়ের আনুষ্ঠানিতকার জন্য বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে যাওয়ার পথে কোর্ট মসজিদ এলাকায় চম্পার পিতা রেশম আলী তাদের আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তারা যেতে রাজি হয়নি। এক পর্যায়ে ছেলে পক্ষের লোকজন এসে জোরপূর্বক তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে লোকজন জরাও হয়। খবর পেয়ে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করে। কিন্তু উভয় পক্ষে বিষয়টি নিয়ে বারাবারি করায় পুলিশ প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে যায়। ফলে ভালবেসে আর ঘর বাঁধা সম্ভব হল না তাদের। শেষ মেশ টাই হল শ্রীঘরে।
চম্পার পিতা রেশম আলী জানান, তার ছেলে বিদেশে যাওয়ার জন্য দিনক্ষণ ঠিক করেন। সেজন্য তিনি ধারকর্জ করে ছেলের বিদেশ যাওয়ার জন্য সাড়ে ৩লাখ টাকা নিয়ে এসে ঘরে রাখি। শুক্রবার তার কন্যা সে টাকাসহ গহনা নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসে। তিনি তার কন্যাকে ফিরিয়ে নেয়ার জন্য অনেক চেষ্টা করেন। কিন্তু সে যেতে রাজি হয়নি। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিক যুগল সদর থানায় আটক ছিল।