Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে বালুবাহী ট্রাক্টর ও যাত্রীবাহী সিএনজি সংঘর্ষে দুইজন আহত

স্টাফ রিপোর্টার ॥ শহরে বেপরোয়া বালুবাহী ট্রাক্টর ও যাত্রীবাহী সিএনজি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, সিএনজি যাত্রী শহরতলীর আলমপুর গ্রামের মৃত মহরম মিয়ার ছেলে শিশু মিয়া (৬০) ও একই গ্রামের রশিদ মিয়ার ছেলে জসিম মিয়াকে (২৫)। তাদের মধ্যে শিশু মিয়াকে সিলেট মেডিকেল ও জসিমকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজি শায়েস্তানগরে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বালু বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে দু’জন আহত হন।
এ দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা আইন-শৃঙ্খলা কমিটির একাধিক সভায় দিনের বেলা বালু বোঝাই ট্রাক এবং ট্রাক্টর শহরে ঢোকার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু প্রশাসনের লোকজনের সামনেই দিনের বেলা নিষেধাজ্ঞা অমান্য করে শহরে বালু বোঝাই ট্রাক এবং ট্রাক্টর চলাচল করছে। এতে ছোট-বড় দুর্ঘটনার পাশাপাশি চলাচলরত লোকজনতে ভীতিকর পরিস্থিতির শিকার হতে হয়। এ ব্যাপারে হবিগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর স্নেহাংশু বিকাশ সরকার বলেন, প্রতিদিনই এসব ট্রাক এবং ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো।