Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ৫ দিন ব্যাপি একুশে বইমেলার শুভ উদ্বোধন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ দিন ব্যাপি সপ্তদশ একুশে বইমেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ মাঠে ঐতিহ্যবাহী একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনীষ চাকমা। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলোচনা উপ-কমিটির আহ্বায়ক ও বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর।
বক্তব্য রাখেন পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ কুটি, আব্দুস সাত্তার, অধ্যক্ষ আব্দুল রব শাহিন, অলিউর রহমান অলি, এম শামছুদ্দিন, পংকজ কান্তি গোপ টিটু, শহিদুল আলম, এম রশিদ আহমেদ, সাহাব উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন, কৃষি অফিসার রেজাউল করিম, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ সুহেল, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, মনিরুল ইসলাম শামিম, সমরেশ ভট্টাচার্য্য, অধ্যক্ষ জামাল আহমেদ, সিএ কনক দেব মিঠুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ নূরুল আমীন ও গীতা পাঠ করেন অমিও রঞ্জন দত্ত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা ও সবশেষে ময়মনসিংহের অন্বেষা থিয়েটারের পরিবেশনায় শুরু হয় “জয়তুন বিবিরর পালা”।
উল্লেখ্য, এ বছর মেলায় ৩১টি স্টল অংশগ্রহণ করছে। মেলাটি গতকাল শনিবার থেকে শুরু হয়ে আগামী ২২ ফেব্র“য়ারি বুধবার পর্যন্ত চলবে।