Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে স্ট্যান্ড ফর হিউমেনিটি’র জেএসসি ও জেডিসি পরীক্ষার কৃতি-শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে স্ট্যান্ড ফর হিউমেনিটি’র উদ্যোগে জেএসসি ও জেডিসি পরীক্ষার কৃতি-শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০ টায় শহরের প্রেসক্লাব মিলনায়তনে এ শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি সৈয়দ মাজহার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলকারনাইন তনুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ লাখাই আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভেকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ জজকোর্টের সাবেক পিপি এডভোকেট এম আকবর হোসেইন জিতু, সিলেট্ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, এপিপি এডভোকেট আফজাল আলী দুদু, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ১০ জন শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ওই ১০ জন শিক্ষার্থী আগামী দুই মাসে আরো দুই হাজার করে টাকা পাবে এই সংগঠনের পক্ষ থেকে। এ সময় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে হবিগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকে যারা ছাত্র, তারাই আগামী দিনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। বর্তমানে যারা ভাল ফলাফল অর্জনের মাধ্যমে মেধাবী ছাত্রের তালিকায় থেকে বিভিন্ন পর্যায়ে পুরস্কার গ্রহণ করছে, তারাই একদিন তাদের পরবর্তী প্রজন্মকে পুরস্কৃত করবে। অনুষ্ঠানের শুরুতেই সাধারণ সম্পাদক জুলকারনাইন তনু বলেন, আমরা সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা ও মানবিক সহায়তা প্রদানে দৃড় প্রতিজ্ঞ। অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, ধর্ম মানুষকে সম্প্রতি শিক্ষা দেয়। প্রতিবেশীর অধিকার আদায়ের ক্ষেত্রে হযরত মুহাম্মদ (সাঃ) হলেন রোল মডেল।